ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাজারো রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল মিয়ানমারের সামরিক জান্তা

প্রকাশিত: ১৪:৫১, ১৯ অক্টোবর ২০২১

হাজারো রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল মিয়ানমারের সামরিক জান্তা

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমারের সামরিক জান্তা দেশটির কুখ্যাত ইনসেইন কারাগার থেকে অং সান সু চির দলের এক মুখপাত্র এবং সুপরিচিত কৌতুক অভিনেতা জারগানারসহ কয়েকশ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। সোমবার মান্দালয়, লাসিও, মেইকতিলা ও মায়িক শহরের কারাগারগুলো থেকেও সাবেক সাংসদ, সাংবাদিকসহ অসংখ্য রাজনৈতিক বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মেইকতিলা কারাগার থেকে ছেড়ে দেওয়া ৩৮ জনের মধ্যে ১১ জনকে ফের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা। তাদের এই তথ্য সঠিক কিনা, তা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এর আগে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের ভাষণের পর মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে জড়িত থাকায় গ্রেফতার ও গ্রেফতারি পরোয়ানা থাকা ৫ হাজার ৬০০র বেশি আন্দোলনকারীকে মুক্তি ও মানবতার খাতিরে ক্ষমা করা হচ্ছে বলে জানায়। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান তাদের শীর্ষ সম্মেলন থেকে মিয়ানমারের জান্তাপ্রধানকে বাদ দেওয়ার বিরল পদক্ষেপ নেওয়ার পর এই বন্দিমুক্তি ও ক্ষমা আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতাসীন সামরিক সরকারের ভাবমূর্তি বাঁচানোর নতুন চাল, বলছেন দেশটির গণতন্ত্রপন্থি অনেক কর্মী। ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর এ নিয়ে কয়েক দফায় মিয়ানমারের সামরিক জান্তা কয়েক হাজার বন্দিকে মুক্তি দিল। দশককাল গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের পথে চলার পর চলতি বছরের শুরুর দিকে হওয়া অভ্যুত্থান মিয়ানমারকে ফের টালমাটাল অবস্থার দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘ ও গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মীদের হিসাবে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজার ১০০রও বেশি মানুষ নিহত হয়েছে; সু চিসহ ৯ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হাতে আটক ও নিহতের হিসাব রাখা পর্যবেক্ষক গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি)।
×