ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

প্রকাশিত: ০১:৫৩, ১৯ অক্টোবর ২০২১

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

সহকারী শিক্ষক কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : ১। তথ্য বলতে কি বুঝায়? উত্তর : বিভিন্ন উপাত্ত বা উপাদান প্রক্রিয়াজাতকরণ, পরিচালন এবং সংঘবদ্ধকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে তথ্য বলে। ২। তথ্য বিনিময় কী? উত্তর : তথ্য বিনিময় একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। ৩। আইসিটি কী? উত্তর: কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। ৪। পিপীলিকা কী? উত্তর : এক ধরনের ঝবধৎপয ইঞ্জিন। ৫। তথ্য সংগ্রহের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? উত্তর : ইন্টারনেট। ৬। দুটি আইসিটি ডিভাইসের নাম লেখ। উত্তর : টেলিভিশন ও মোবাইল ফোন। ৭। ইন্টারনেট কী? উত্তর : ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। ৮। বাংলাদেশে ব্যবহৃত দুটি “ংবধৎপয বহমরহব” এর নাম লেখ। উত্তর : গুগল (মড়ড়মষব) ও ইয়াহু (ুধযড়ড়)। ৯। দুটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ? উত্তর: পেন ড্রাইভ ও সিডি। ১০। সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী? উত্তর: তথ্য প্রযুক্তি। ১১। আইসিটি এর পূর্ণরূপ কী? উত্তর : ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি। যার বাংলা অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ১২। এস এম এস (ঝগঝ) এর পূর্ণরূপ কী? উত্তর: ঝযড়ৎঃ গবংংধমব ঝবৎারপব. ১৩। বর্তমানে আইসিটি কিসের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে? উত্তর : তথ্য বিনিময়ের। ১৪। সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? উত্তর : ফেসবুক। ১৫। তথ্য বিনিময়ের একটি সুবিধা লেখ। উত্তর : তথ্য বিনিময় আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে। কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর : ১। তথ্য বিনিময় কী? তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? সে সম্পর্কে চারটি বাক্য লেখ। উত্তর : তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান-প্রদান করা হয়। তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে চারটি বাক্য নিচে উল্লেখ করা হলোÑ (র) তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে সাহায্য করে। (রর) তথ্য বিনিময় আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে। (ররর) তথ্য বিনিময় আমাদের বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। (রা) তথ্য বিনিময় আমাদের জীবনকে গতিময় ও সুন্দর করতে সাহায্য করে। ২। ইন্টারনেট কী? তথ্য সংরক্ষণের উপায় চারটি বাক্যে লেখ। উত্তর : ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। তথ্য সংরক্ষণের উপায় চারটি বাক্যে নিচে উল্লেখ করা হলোÑ (র) ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে সংরক্ষণ করতে পারি। (রর) তথ্যটি ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। (ররর) পেন ড্রাইভ, সিডি ইত্যাদি তথ্য সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। (রা) এছাড়াও ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করেও আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। ৩। কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তা পাঁচটি বাক্যে লেখ। উত্তর : কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তা নি¤েœ উল্লেখ করা হলো : (র) টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলার মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। (রর) আমরা চিঠি লিখার মাধ্যমে ও তথ্য বিনিময় করতে পারি। (ররর) ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। (রা) বর্তমানে খুদে বার্তা (এসএমএস), ই-মেইলের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। (া) সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনÑ ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। ৪। ইন্টারনেট কী? ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের চারটি মৌলিক ধাপ উল্লেখ কর। উত্তর : ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের চারটি ধাপ উল্লেখ করা হলো : (র) ঝবধৎপয ইঞ্জিন যেমনÑ গুগল (মড়ড়মষব), ইহাহু (ুধযড়ড়), পিপীলিকা (ঢ়রঢ়রষরশধ) ইত্যাদি ব্যবহার করে। (রর) যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করতে হবে যে বিষয় সম্পর্কিত ‘মূল শব্দটি’ ‘ঝবধৎপয ইধৎ’ এ লিখে ‘ংবধৎপয’ লেখাটিতে ক্লিক করে অথবা “ঊহঃবৎ কবু” তে চাপ দিয়ে। (ররর) সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করা যায়। (রা) যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করা যায়। অথবা আরো সুনির্দিষ্ট ‘মূল শব্দ’ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করা যায়।
×