ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

প্রকাশিত: ০১:০১, ১৯ অক্টোবর ২০২১

করোনায় মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তার পরিবার ফেসবুকে একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কলিন পাওয়েল। বিশ শতকের শেষ দিকে ও একুশ শতকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণে ভূমিকা রেখেছিলেন তিনি। তিন রিপাবলিকান প্রেসিডেন্টের আমলে উর্ধতন পদে থেকে দায়িত্ব পালন করেন তিনি। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদেও তিনি পৌঁছেছিলেন। সোমবার পাওয়েল মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। পাওয়েল করোনার পূর্ণ ডোজ টিকাও নিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। সিএনএন জানায়, কলিন পাওয়েল সেনা হিসেবে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছিলেন। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মেয়াদের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন তিনি। এরপর জর্জ এইচ ডব্লিউ বুশের আমলে প্রথম কৃষ্ণাঙ্গ-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের সবচেয়ে কম বয়সী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বুশ এক বিবৃতিতে লিখেছেন, ‘অনেক প্রেসিডেন্টই পাওয়েলের পরামর্শ এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করতেন। পাওয়েল প্রেসিডেন্টদের এত পছন্দের ছিলেন যে, তিনি দুইবার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পান।’
×