ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিছিয়ে পড়েও দারুণ জয় বার্সিলোনার

প্রকাশিত: ০০:০৭, ১৯ অক্টোবর ২০২১

পিছিয়ে পড়েও দারুণ জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে বার্সিলোনা। রবিবার রাতে ঘরের মাঠ ন্যুক্যাম্পে সফরকারী ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। অবশ্য ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সা। জোশে গায়ার পঞ্চম মিনিটে গোল করে এগিয়ে নিয়েছিলেন অতিথিদের। এরপর তরুণ তারকা আনসু ফাতি (১৩ মিনিট), দারুণ ফর্মে থাকা মেমফিস ডিপাই (৪১ মিনিট) ও ব্রাজিলিয়ার মিডফিল্ডার ফিলিপ কুটিনহোর (৮৫ মিনিট) গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সিলোনা। লীগের অন্যান্য ম্যাচে রায়ো ভায়োকানো ২-১ গোলে এলচেকে, সেভিয়া ১-০ গোলে সেল্টা ভিগোকে ও ওসাসুনা ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। স্থগিত হয়েছে রিয়াল মাদ্রিদ-এ্যাথলেটিক বিলবাও ও গ্রানাডা-এ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ। বর্তমানে নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রিয়াল সোসিয়েডাড। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে আছে চার দল। তবে গোলগড়ে এগিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ১৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বার্সিলোনা। প্রায় এক বছর পর শুরুর একাদশে ফিরে আলো ছড়িয়েছেন ফাতি। নিজে করেছেন দৃষ্টিনন্দন একটি গোল, আদায় করেছেন আরেকটি পেনাল্টি। দারুণ জয়ের ম্যাচে বার্সিলোনার জন্য সুখবর, সার্জিও এ্যাগুয়েরোর অভিষেক হয়েছে। চোট কাটিয়ে ৮৭ মিনিটে ডেস্টের বদলি নামেন আর্জেন্টাইন স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয় পেয়েছে বাসা। আন্তর্জাতিক বিরতির আগে লীগে গত রাউন্ডে এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে হেরেছিল ২-০ গোলে। তার আগে চ্যাম্পিয়ন্স লীগে হেরেছিল পর্তুগালের বেনফিকার মাঠে। মাঠে ও মাঠের বাইরে সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না বার্সিলোনার। চাপ পড়েছে ডাচ কোচ রোনাল্ড কোম্যানের ওপর। লিওনেল মেসিসহ গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের চলে যাওয়া এবং চোটের কারণে মৌসুমের শুরু থেকে খর্বশক্তির দল নিয়ে মাঠে নামতে হচ্ছে তাদের। এর বাজে প্রভাবও পড়েছে বার্সার খেলায়। আন্তর্জাতিক বিরতির আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচের মাত্র একটিতে জয় পায় তারা। এর মধ্যে চারটিতে প্রতিপক্ষের জালে একটি গোলও করতে পারেনি। চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে বেয়ার্ন মিউনিখ ও বেনফিকার কাছে বার্সিলোনা হেরেছে ৩-০ গোলে। এই দুই ম্যাচের কোনোটিতে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। অবশ্য ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ঘরে দাঁড়িয়েছে কাতালানরা। পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা শট নেয় ১২টি। যার পাঁচটি লক্ষ্যে রেখে তিনটি থেকে গোল আদায় করে। ম্যাচ শেষে শিষ্যদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ৪-৩-৩ ছকে রাইটব্যাক ডেস্টকে রাইট উইঙ্গার হিসেবে খেলিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। এই রসায়নটা বেশ মনে ধরেছে ডাচ কোচের। তিনি বলেন, ডেস্ট খুব ভালোই জানে কিভাবে উইঙ্গার হিসেবে খেলতে হয়। আগেও এই পজিশনে খেলেছে ও। এই ম্যাচেও সে বেশ ভালো খেলেছে। প্রায় এক বছর পর গোলের দেখা পেয়েছেন কুটিনহো। এ্যাটাকিং এই মিডফিল্ডারের প্রশংসা করে বার্সা বস বলেন, কুটিনহো ফর্মে থাকলে আমরা আরও ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারি। ও এমন একজন খেলোয়াড় যে জানে, কিভাবে গোল করতে হয়। প্রথম দিন থেকেই আমি ওর ওপর বিশ্বাস রেখেছি। ধীরে ধীরে ও আরও শক্তিশালী হচ্ছে, ফর্মে ফিরছে। এটা আমাদের জন্য সুখের খবর। আশা করছি ধীরে ধীরে দল আরও ভাল করবে।
×