ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘পর্যটন খাতে সব ধরনের শিশুশ্রম বন্ধ করা হবে’

প্রকাশিত: ২৩:৪৮, ১৯ অক্টোবর ২০২১

‘পর্যটন খাতে সব ধরনের শিশুশ্রম বন্ধ করা হবে’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে পর্যটন খাতে সব ধরনের শিশুশ্রম বন্ধ করা হবে। একই সঙ্গে শিশু পর্যটকদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে গ্রহণ করা হবে প্রকল্পে। সোমবার শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া এ কথা জানান। তিনি বলেন, শেখ রাসেল দিবসে আমরা অঙ্গীকার করছি বাংলাদেশের পর্যটন স্থানগুলোতে শিশুবান্ধব অবকাঠামো স্থাপনে কর্মসূচী নেয়া হবে। পর্যটন সেক্টরে বন্ধ করা হবে সব ধরনের শিশুশ্রম। কর্পোরেশনের হোটেল-মোটেলগুলোতে শিশু পর্যটকদের জন্য বিশেষ উপহার দেয়া হবে। এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। কর্মসূচীর মধ্য রয়েছে- হোটেল অবকাশের উদ্যোগে ৫০ এতিমের মধ্যে খাবার বিতরণ, কর্পোরেশনের প্রধান কার্যালয়সহ বিভাগীয় শহরে অবস্থিত তাদের হোটেল-মোটেলে জাতির পিতার পরিবারের সব শহীদ সদস্যের জন্য কোরান খতম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলে আবাসনের ওপর একদিনের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট এবং আলোচনা সভা।
×