ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল দিবস পালিত

প্রকাশিত: ২৩:৪৪, ১৯ অক্টোবর ২০২১

শেখ রাসেল দিবস পালিত

জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন সোমবার যথাযথ কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এদিন বিভিন্ন সরকারী, আধাসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনগুলো দিবসটি পালন করে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে যথাযথ কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। বিভিন্ন সরকারী, আধাসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনগুলোর বিশেষ আয়োজন ছিল দিনটিতে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি পালিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন শেখ রাসেল দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের বিশেষ কর্মসূচী ছিল। এ উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ॥ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উদ্যোগেও পালিত হয় শেখ রাসেল দিবস। প্রতিষ্ঠানটির কর্মসূচীর মধ্য ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন কেজিডিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএ মাজেদ। বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয় ॥ সোমবার ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে বাদ যোহর বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের নামাজ কক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শাহাদাত বরণকারী সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ॥ ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্য সামনে রেখে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ॥ বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) জাতীয় উদযাপনের অংশ হিসেবে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন করেছে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম বেপজার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার ঢাকাস্থ নির্বাহী দফতর প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলে এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তথ্য কমিশন ॥ ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আতœবিশ্বাস’ প্রতিপাদ্য নিয়ে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন করেছে তথ্য কমিশন। এ উপলক্ষে তথ্য কমিশনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম, তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা এবং সহকারী পরিচালক শাহাদাৎ হোসেইন। এ সময় তথ্য কমিশনের অন্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজত করা হয়।
×