ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

প্রকাশিত: ২৩:৩৩, ১৯ অক্টোবর ২০২১

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় মা ও ছেলেসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে ফরিদপুরে দুর্ঘটনায় এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় রবিবার রাতে পৃথক দুর্ঘটনায় মা এবং ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরে থাকা আনোয়ারুল ইসলাম (৪৫) নামের একজন এবং মনোয়ারা বেগম (৪৫) ও ছেলে নয়র (২২) নিহত হয়েছেন। পৃথক দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। রবিবার রাত পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা মোড় এলাকায় যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যান রাস্তা পার হওয়ার সময় বিকল হয়ে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। ট্রাক চাপায় নিহত দুইজন হলেন সিরাজগঞ্জের মাছিমপুর এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও ছেলে নয়ন (২২)। আহত হন মেয়ে ইসরাত জাহান। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের বাসের সঙ্গে নলকায় সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় খালকুলা এলাকায়। এ সময় ট্রাক্টরে থাকা আনোয়ারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
×