ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার খুলছে সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ২৩:৩২, ১৯ অক্টোবর ২০২১

বৃহস্পতিবার খুলছে সুপ্রীমকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ অবকাশ শেষে আগামী বৃহস্পতিবার সুপ্রীমকোর্ট খুলছে। এদিকে সরকার ঘোষিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর (সা.) ছুটি মঙ্গলবারের পরিবর্তে বুধবার পুনর্র্নির্ধারিত হওয়ায় দেশের সর্বোচ্চ ও নিম্ন আদালতের ছুটিতেও পরিবর্তন হয়েছে। আজ মঙ্গলবার নিম্ন আদালত খোলা থাকলেও উচ্চ আদালতে থাকবে অবকাশকালীন ছুটি। আজ মঙ্গলবার অবকাশকালীন বিচারক (ভ্যাকেশন জাজ) হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করা হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধান বিচারপতি ৩ অক্টোবর হতে সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ চলমান অবকাশকালে বাংলাদেশ সুপ্রীমকোর্ট আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক (ভ্যাকেশন জাজ) হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান চেম্বার কোর্টে শারীরিক উপস্থিতি অথবা প্রযোজ্য ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে সকাল ১১টা হতে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। সোমবার আপীল বিভাগরে রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
×