ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাসেলের খুনীদের খুঁজে বের করতে হবে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:৩১, ১৯ অক্টোবর ২০২১

রাসেলের খুনীদের খুঁজে বের করতে হবে ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ জন্মদিনে মানুষ কেক কাটে, হাত তালি দেয়। কিন্তু তার কিছুই আমরা আজ করতে পারছি না। যখন নিষ্পাপ রাসেলের ছবি আমাদের সামনে ভেসে ওঠে তখন আমাদের মাঝে আর কোন উৎসবের আমেজ থাকে না। সোমবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও প্রকাশনা অধিদফতর আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। মন্ত্রী বলেন, আজকের দিনে আমার উপলব্ধি হচ্ছে শেখ রাসেলের খুনী কারা, তাদের খুঁজে বের করতে হবে। এই খুনীদের বিচার অনেকাংশে শেষ হয়েছে। বাকিদেরও খুঁজে বের করতে হবে। বিদেশের মাটিতে বসে থাকা পলাতক খুনীরা এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়ার কারিগর শেখ হাসিনা। তার পুত্র সজীব ওয়াজেদ জয় বিনা পয়সায় দেশের আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। কারণ তারা কখনও পয়সার কাঙাল ছিলেন না। বঙ্গবন্ধু তাঁর বাড়িটি নিজের টাকায় করে যেতে পারেননি। যারা টাকার পেছনে ছুটেছে তারা তো লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়েছে।
×