ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দশ মাসে ১০০ কোটি ডোজ টিকা রফতানি করেছে ইইউ

প্রকাশিত: ২৩:২২, ১৯ অক্টোবর ২০২১

দশ মাসে ১০০ কোটি ডোজ টিকা রফতানি করেছে ইইউ

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৫ জন। এর মধ্যে ৪৯ লাখ ১৫ হাজার ৯৯৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২১ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ৩২০ জন। খবর এএফপি, বিবিসি, ওয়ার্ল্ডোমিটার ও ইয়াহু নিউজের। এদিকে ইউরোপের ২৭টি দেশের আঞ্চলিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২০ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত দশ মাসে বিশ্বের ১৫০টি দেশে ১০০ কোটি ডোজ করোনা টিকা রফতানি করেছে।
×