ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

একদল কুলাঙ্গার দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে ॥ ইসলামী ঐক্যজোট

প্রকাশিত: ২৩:২১, ১৯ অক্টোবর ২০২১

একদল কুলাঙ্গার দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে ॥ ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার ॥ একদল কুলাঙ্গার দেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য পূজাম-পে ‘কোরান অবমাননা’ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, কারা করছে প্রশাসন সুনির্দিষ্টভাবে না বলতে পারলেও আমরা জানি, যারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ষড়যন্ত্রকারীদের কারণে দেশের তরুণ সমাজের একটি অংশ বিভ্রান্ত ও বিপথগামী। এরা মহান ইসলামের শান্তি, মানবতা ও কল্যাণের পথ পরিত্যাগ করে হিংসা, বিদ্বেষ, ঘৃণা ও সন্ত্রাসের পথে পরিচালিত হচ্ছে। ধর্মের স্লোগান দিয়ে অধর্মের পথ অবলম্বন করছে। এর জন্য দায়ী ধর্মের অপব্যাখ্যাকারীরা। উগ্রবাদ, অমানবিকতা, সাম্প্রদায়িকতা এদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, ভালবাসা, ভাল কথা ভুলে এরা উগ্রবাদী রূপ ধারণ করেছে। কা-জ্ঞানহীন কর্মকা-ে লিপ্ত থেকে এরা ধ্বংসের পথে পা বাড়িয়েছে। সাম্প্রদায়িক ঘটনায় জড়িতদের বিচার দাবি করে তিনি বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার করুন। সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও বর্ণবাদ মানবসমাজের সবচেয়ে বড় শত্রু। এদের প্রতিহত করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আল্লামা রুহুল আমিন খান, জুলকার নাইন, মোঃ জামাল উদ্দিন, মহাসচিব আল্লামা মনিরুজ্জামান রব্বানী, যুগ্ম-মহাসচিব আবু হানিফ, ইউসুফ সিদ্দিকী।
×