ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ৭টি এনজিও’র প্রশিক্ষকদের ২দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২০:২৯, ১৮ অক্টোবর ২০২১

হবিগঞ্জে ৭টি এনজিও’র প্রশিক্ষকদের ২দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালানারবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলায় ২০২১-২০২২ চক্রের চুক্তিবদ্ধ ৭টি এনজিও-র প্রশিক্ষকদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চুনারুঘাট ও নবীগঞ্জ এবং চুক্তিবদ্ধ এনজিও সমূহের নির্বাহী পরিচালকগণ।
×