ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুবির আবাসিক হল খুলল দেড় বছর পর

প্রকাশিত: ১৮:২৪, ১৮ অক্টোবর ২০২১

খুবির আবাসিক হল খুলল দেড় বছর পর

ষ্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হলসমূহ সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে খুলে দেয়া হয়েছে। এদিন স্বাস্থ্যবিধিসহ সকল নিয়ম মেনে শুধুমাত্র মাস্টার্স ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে প্রবেশের অনুমতি পেয়েছেন। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা হলে ফেরায় ক্যাম্পাসে প্রাণের ছোঁয়া লেগেছে। ক্যাপাসে একত্রিত হতে পেরে তারা এক অপরের কাছে আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করে। খুলনা বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, হলে প্রবেশকালে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ উপহার দিয়ে স্বাগত জানান স্ব স্ব হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টবৃন্দ। আগামী ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করতে পারবে। তবে হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।
×