ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবি ছাত্রলীগে সংঘর্ষের জেরে বহিষ্কার ১২

প্রকাশিত: ১৩:৪৪, ১৮ অক্টোবর ২০২১

চবি ছাত্রলীগে সংঘর্ষের জেরে বহিষ্কার ১২

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ১২ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটি। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রশাসনকে মিথ্যা অভিযোগ দেয়া এবং ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এদেরকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতরা বিভিন্ন মেয়াদে কোন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং হলে অবস্থান করতে পারবে না। এদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বহিষ্কৃতরা হলেন আইন বিভাগের মির্জা খবির সাদাফ ও খালেদ মাসুদ, লোকপ্রশাসন বিভাগের অহিদুজ্জামান সরকার, সমাজতত্ত্ব বিভাগের আরিফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তানজিল হোসেন ও আরবি বিভাগের তৌহিদ ইসলাম। এদের মধ্যে সাদাফকে এক বছর ও বাকিদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অপরদিকে সেক্রেটারি ইকবাল টিপুর অনুসারী বহিস্কৃতরা হলেন ভাষাবিজ্ঞান বিভাগের মো. নাঈম, বাংলা বিভাগের সাইফুল ইসলাম, রসায়ন বিভাগের আশরাফুল আলম নায়েম, পরিসংখ্যান বিভাগের আকিব জাভেদ, ইতিহাস বিভাগের জুনায়েদ হোসেন জয় ও অর্থনীতি বিভাগের ফরহাদ। এদের মধ্যে আশরাফুল আলম নায়েমকে ১ বছর ও বাকিদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইকবাল টিপুর অনুসারী এক কর্মীকে মারধর করে রেজাউল হক রুবেলের অনুসারীরা। এ ঘটনার জের ধরে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে উভয় গ্রুপের কয়েকজন কর্মী। পরে তা বৃহত্তর সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হয় ৫ জন। প্রশাসনের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রবিবার আবার প্রতিপক্ষের কর্মীকে মারধরের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে এসকল সিদ্ধান্ত নেয়া হয়।
×