ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের কপ২৬ এজেন্ডাকে সমর্থনে ইইউ’র প্রতি ঢাকার আহ্বান

প্রকাশিত: ০১:২৮, ১৮ অক্টোবর ২০২১

বাংলাদেশের কপ২৬ এজেন্ডাকে সমর্থনে ইইউ’র প্রতি ঢাকার আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ গ্লাসগোতে অনুষ্ঠিতব্য আসন্ন জলবায়ু সম্মেলন কপ২৬-এ বাংলাদেশের সভাপতিত্বে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সমর্থনে জাতিসংঘে জলবায়ু অভিযোজন এবং অর্থায়ন সম্পর্কিত দাবিতে রবিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। খবর বাসসর। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ুু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ঢাকায় নিযুক্ত ইইউ দেশগুলোর রাষ্ট্রদূতদের কপ২৬-কে কেন্দ্র করে বাংলাদেশের প্রস্তুতি এবং প্রত্যাশা সম্পর্কে অবহিত করার সময় এই তাগিদ দেন। বৈঠকের পর ড. মোমেন বলেন, আমরা কপ২৬-এ তাদের (ইইউ) অংশীদারিত্ব চাই। যাতে তারা আমাদের বিষয়গুলোর পক্ষে কথা বলে- যা আমরা কপ২৬ সম্মেলনে উত্থাপন করব।
×