ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে ১৮ আদেশ

আবার সচল হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রকাশিত: ০১:১৩, ১৮ অক্টোবর ২০২১

আবার সচল হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন পর আবার সচল হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এজলাসে বসার পর বিচারাধীন বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা, শুনানির তারিখ নির্ধারণসহ ১৮টি আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) সাঈদ আহমেদ জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ বলেন, রবিবার ট্রাইব্যুনালের নতুন সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলম সকাল পৌনে ১০টায় স্ত্রীসহ তিনি ট্রাইব্যুনালে আসেন। আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নেই। এর পর চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চে বিচার কাজ শুরু হয়। এর আগে ১৪ অক্টোবর সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয় সরকার।
×