ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়াসার প্রধান হিসাব রক্ষকের অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক

প্রকাশিত: ০১:১২, ১৮ অক্টোবর ২০২১

ওয়াসার প্রধান হিসাব রক্ষকের অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক প্রমাণ পাওয়ায় ঢাকা ওয়াসার সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির পরিচালক মোঃ আক্তার হোসেন আজাদের সই করা পাঠানো নোটিসে ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে তাদের সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
×