ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে ছিনতাই অপহরণ করা হয় ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ০১:০০, ১৮ অক্টোবর ২০২১

বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে ছিনতাই অপহরণ করা হয় ॥ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে স্বল্প সময়ের জন্য আসা বিদেশী এবং প্রবাসী বাংলাদেশীদের টার্গেট করা হয় বিমানবন্দরে নামার পর পর। গাড়ির জন্য অপেক্ষায় থাকা প্রবাসীদের সহযোগিতার নামে গাড়িতে তুলে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। আবার কখনও সখ্য গড়ে তুলে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ঢাকার বাইরে নিয়ে ফেলে দেয়া হয়। পরে লুট করা হয় সঙ্গে থাকা মালামাল। রাজধানীর বিমানবন্দর এলাকায় সম্প্রতি সংঘটিত দুটি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতার করা হয় চক্রের তিন সদস্যকে। তারা হলো- মাসুদুল হক আপেল, আমির হোসেন হাওলাদার ও শামীম। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫টি পাসপোর্ট, দুটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, একটি আইপ্যাড, একটি ওয়ার্ক পারমিট কার্ড, একটি বিএমইটি কার্ড, একটি অফিস আইডি কার্ড, একটি স্টিলের চাকু ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
×