ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চুর ৩য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১৯:৪০, ১৮ অক্টোবর ২০২১

আইয়ুব বাচ্চুর ৩য় মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় ব্যান্ডসঙ্গীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর ও এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর ৩য় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৮ সালের এইদিনে মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তি। সঙ্গীতের আঙ্গিনায় একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে জনপ্রিয় তিনি। সঙ্গীতের এই তারকার প্রয়াণ দিবস উপলক্ষে ‘চিটাগাং মিউজিশানস ক্লাব ঢাকা’ আজ মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন করছে। রুপালি গিটার ফেলে চলে গেছেন সবার প্রিয় এবি বস, কিন্তু আজও তিনি প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে। আছেন রোজকার চর্চায়। কয়েকটি প্রজন্মকে গানের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন তিনি। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন গিটার লিজেন্ড। মৃত্যুর পর সেই চট্টগ্রামেই তাকে চিরশায়িত করা হয়েছে। এদিকে আইয়ুব বাচ্চুর গান নিয়ে গেল বছর দারুণ এক উদ্যোগ নিয়েছে সরকার। তার গান সরকারীভাবে সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে আইয়ুব বাচ্চু স্মরণে একটি ওয়েবসাইট খোলা হয়। এখানে প্রাথমিকভাবে তার ২৭২টি গান সংরক্ষিত আছে। রেজিস্ট্রেশনকৃত গানের অনলাইন প্ল্যাটফর্ম থেকে মাত্র এক বছরেরও কম সময়ে এবি’র গান পাঁচ হাজার ডলার আয় করেছে। সম্প্রতি তার পরিবারকে ৫ হাজার ডলার রয়্যালটির টাকা দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছ থেকে চেকটি গ্রহণ করেন ফেরদৌস আইয়ুব চন্দনা। প্রসঙ্গত, ‘চলো বদলে যাই,’ ‘হাসতে দেখো,’ ‘এখন অনেক রাত,’ ‘রুপালি গিটার’, ‘মেয়ে’ ‘আমি কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সুখের এ পৃথিবী,’ ‘ফেরারি মন,’ ‘উড়াল দেবো আকাশে,’ ‘এক আকাশের তারা,’ ‘সেই তারা ভরা রাতে,’ ‘কবিতা,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু।
×