ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হল খোলার দিনেই রাবি শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু

প্রকাশিত: ১৬:১১, ১৭ অক্টোবর ২০২১

হল খোলার দিনেই রাবি শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ হল খোলার প্রথম দিনই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। আজ রবিবার সকালে রাবির শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। কার্যক্রম চলাকালে বেলা ১১টায় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার টিএসসিসি ভবনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সেখানে টিকা নিতে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, টিএসসিসির পরিচালক ড. আরিফ হায়দার, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে স্থাপিত ২৪ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন কক্ষ উদ্বোধন করেন। পরে তিনি কোভিড-১৯ নমুনা সংগ্রহ কক্ষ ঘুরে দেখেন। তিনি সেখানকার সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রথম দিনে প্রায় ৬০০ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করে।
×