ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোর্স কোড ফাঁস হওয়ার খবর নিশ্চিত করলো টুইচ

প্রকাশিত: ১৬:০০, ১৭ অক্টোবর ২০২১

সোর্স কোড ফাঁস হওয়ার খবর নিশ্চিত করলো টুইচ

অনণাইন ডেস্ক ॥ সোর্স কোড বেহাত হওয়ার খবর অবশেষে নিশ্চিত করেছে টুইচ। সম্প্রতি বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ডেটা বেহাত হওয়ার ঘটনায় খবরের শিরোনাম হয়েছিলো অ্যামাজনের মালিকানাধীন স্ট্রিমিং সেবাটি। বলা হচ্ছিল, ফাঁস হওয়া ডেটার মধ্যে সাইটটির মূল সোর্স কোডও আছে। বেহাত হওয়া ১২৫ গিগাবাইট ডেটার মধ্যে সোর্স কোডের নথিপত্র থাকার কথা শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে সাইটটির নিয়মিত ব্যবহারকারীদের পাসওয়ার্ড, লগ-ইন ও ক্রেডিট কার্ডসহ ব্যাংকের বিস্তারিত তথ্য ফাঁস বা বেহাত হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। টুইচ প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি অনুসারীদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পান স্ট্রিমাররা। টুইচের অভ্যন্তরীণ ডেটা ফাঁস হওয়ার বিষয়ে সর্বপ্রথম খবর প্রকাশ করেছিল ভিডিও গেইমস ক্রনিকলস নামের একটি ওয়েবসাইট। অক্টোবরের প্রথম সপ্তাহে এক অজ্ঞাতনামা হ্যাকার টুইচের ডেটা ফাঁস করেছেন বলে দাবি করেন। পরবর্তীতে টু্ইচ জানায়, সার্ভার কনফিগারেশন পরিবর্তনজনিত এক ত্রুটির কারণেই ডেটা বেহাতের ঘটনাটি ঘটেছে। ফাঁস হওয়া ডেটার মধ্যে ছিল অগাস্ট ২০১৯ থেকে অক্টোবর ২০২১ পর্যন্ত স্ট্রিমারদের আয়ের বিস্তারিত হিসাব। ডেটা ফাঁস হওয়ার ঘটনা জনসমক্ষে আসার পর টুইচ দাবি করেছিলে, অল্প সংখ্যক ব্যবহারকারী ওই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন এবং ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্ল্যাটফর্মটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা তিন কোটিরও বেশি বলে জানিয়েছে রয়টার্স। নিজেদের অভ্যন্তরীণ তথ্য ও কার্যপ্রণালীর বিস্তারিত গোপন রাখার জন্য টুইচ সুপরিচিত। নিজস্ব প্ল্যাটফর্মে স্ট্রিমারদের আয়ের হিসাবও গোপন রাখে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, সোর্স কোড-কে বিবেচনা করা হয় একটি ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি হিসেবে। সেই বিবেচনায় অভ্যন্তরীণ ডেটা ফাঁস হওয়ার ঘটনা টুইচের জন্য ”লজ্জাজনক” বলে মন্তব্য করেছে বিবিসি।
×