ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪:৩৩, ১৭ অক্টোবর ২০২১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ প্রথমবারের মতো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা চলে। বিজ্ঞান অনুষদভূক্ত 'এ'ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘এ’ ইউনিটে ৪ হাজার জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামী ২৪ অক্টোবর মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ও ১ নবেম্বর বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। সবগুলো ইউনিটের পরীক্ষাই হবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করিয়েছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় কাঙ্খিত কেন্দ্রে পরীক্ষা দিতে না পারায় অনেক শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এরপরও অনেক কষ্ট করে দূরের জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ভোগান্তি কমাতে সামনের পরীক্ষায় নিজ জেলায় নেওয়ার দাবি শিক্ষার্থীদের। স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে বলেও জানান ভাইস-চ্যান্সেলর।
×