ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে ভেজাল মদের বিষক্রিয়ায় ১৮ জনের মৃত্যু

প্রকাশিত: ১৪:৩১, ১৭ অক্টোবর ২০২১

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে ভেজাল মদের বিষক্রিয়ায় ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে মদের বিষক্রিয়ায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির অনুসন্ধানী কমিটি জানিয়েছে। শনিবারের ওই ঘটনায় মৃত ব্যক্তিরা মিথানল যুক্ত মদ পান করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। এই যৌগটি সাধারণত শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়। “উল্লেখিত তরলটি পান করায় ১৮ জনের মৃত্যু হয়,” এক বিবৃতিতে বলেছে কমিটি, যারা বড় ধরনের অপরাধের তদন্ত করে থাকে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে কাজাখস্তান সীমান্তবর্তী এলাকায় অননুমোদিতভাবে উৎপাদিত মদের বিষক্রিয়ায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনা নিয়ে তদন্ত চলার মধ্যেই ইয়েকাতেরিনবুর্গে এ ঘটনা ঘটল। অনুসন্ধানী কমিটি জানিয়েছে, ইয়েকাতেরিনবুর্গের ঘটনা তদন্ত করে দেখা গেছে, মৃত ব্যক্তিরা ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে একদল ব্যক্তির কাছ থেকে ওই মদ কিনেছিল। ওই দলের দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।
×