ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে তিনটি মন্দিরে ভাঙচুরের ঘটনায় মামলা

প্রকাশিত: ১৪:০৩, ১৭ অক্টোবর ২০২১

বরিশালে তিনটি মন্দিরে ভাঙচুরের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পবিত্র কোরআন শরীফ নিয়ে ফেসবুকের একটি পোস্টে ‘আপত্তিকর’ কমেন্ট করার জেরধরে তিনটি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন। উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল কাজিরপাড় গ্রামের সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বৈদ্য জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে একদল উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ও আসবাবপত্র ভাঙচুর করে। ওসি জানান, এ ঘটনায় সুভাষ বৈদ্য বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের নামে মামলা দায়ের করেছেন। ওসি আরও বলেন, কোরআন শরীফ নিয়ে আপত্তিকর কমেন্ট করায় ধর্মীয় অবমাননার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটক মহানন্দ বৈদ্যকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, পবিত্র কোরআন শরীফ নিয়ে ফেসবুকের একটি পোস্টে ‘আপত্তিকর’ কমেন্ট করেন মহানন্দ বৈদ্য। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে পরলে চরম উত্তেজনা ছড়িয়ে পরে। ওইদিন রাতে মহানন্দকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা ধুরিয়াইল কাজিরপাড় সার্বজনীন দুর্গা মন্দির, হরি মন্দির এবং জগদীশ বৈদ্যর বাড়ির হরি মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।
×