ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১০:৪৬, ১৭ অক্টোবর ২০২১

রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় সন্ত্রাসীরা ঘরে ঢুকে নেথোয়াই মারমা(৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে । তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীকে ছিল । শনিবার দিবাগত রাত সাড়ে এগারটার সময় এই হত্যাকা- ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে খুন হওয়া নেথোয়াই মারমা আগামী ১১ নবেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়ে বাড়িতে যায়। সন্ত্রাসীদের ভয়ে তিনি এতদিন উপজেলা সদরে একটি রেস্টহাউজে থাকতেন। নির্বচনের বিষয়ে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করার জন্য ওইদিন বাড়ি গিয়েছিল । খবর পেয়ে সন্ত্রাসীরা গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে তাকে টেনে বের করার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে ঘরে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। সন্ত্রাসীরা সংখ্যায় ১৪/১৫ জন ছিল বলে তার পরিবারের সদস্যরা জানায়। এই ব্যাপারে কাপ্তাই থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানায় তিনি খবর পেয়ে রোববার সকালে ঘটনার স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত নেথোয়াই চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল । পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের ধারণা এই ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্ত্রাসীরাই দায়ী । এর আগেও জেএসএস হাতে ২ আওয়ামী লীগ নেতা খুন হয়েছে বলে এলাকাবাসীরা জানায়। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
×