ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশিত: ০০:৫৬, ১৭ অক্টোবর ২০২১

অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রাক্তন শিক্ষক এসএএফএস লন্ডন স্কুল ও কলেজ বহু নির্বাচনী প্রশ্নোত্তর ১। মূলের মাধ্যমে প্রজনন হয় কোনটির? ক) আদা খ) রসুন গ) পিয়াজ ঘ) পটল উত্তর: ঘ) পটল চিত্র-অ কোন ধরনের রূপান্তরিত কা-? ক) টিউবার খ) কন্দ গ) রাইজোম ঘ) স্টোলন উত্তর : ) কন্দ ৩। ধানের অঙ্কুরোদগমে- র) বীজ পত্রটি মাটির ভিতর থাকে রর) ভ্রƒন কা- মাটির উপরে আসে ররর) ভ্রƒন মুকুল মাটির উপরে আসে নিচের কোনটি সঠিক! ক) র, রর খ) র, ররর) গ) রর, ররর) ঘ) র, রর, ররর উত্তর : ক) র, রর ৪। নিচের কোনটি যৌগিক ফল? ক) আতা খ) ঢেঁড়শ গ) আকন্দ ঘ) কাঁঠাল উত্তর: ঘ) কাঁঠাল ৫। পাতার কিনারায় সৃষ্ট মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কোন উদ্ভিদে? ক) পাথরকুচি খ) আদা গ) মিষ্টি আলু ঘ) কচু উত্তর : ক) পাথরকুচি ৬। পতঙ্গ ফুলে ফুলে ঘুরে বেড়ায়- র) সুন্দর রঙের আকর্ষণে রর) প্রজনন এর জন্য ররর) মধু আহরণে নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর) গ) রর, ররর) ঘ) র, রর, ররর উত্তর : খ) র, ররর) ৭। কোনটি রূপান্তরিত কা-? ক) মিষ্টি আলু খ) পাথরকুচি গ) পিয়াজ ঘ) গোলাফগাছ উত্তর : গ) পিয়াজ ৮। ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত কী? ক) প্রজনন খ) নিষিক্তকরণ গ) পরাগায়ন ঘ) অংখুরোদগম উত্তর : গ) পরাগায়ন ৯। মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে- ক) কন্দ খ) বুলবুলি গ) রাইজোম ঘ) স্টোলন উত্তর : গ) রাইজোম ১০। কোনটি পতঙ্গপরাগী ফুল? ক) জবা খ) কদম গ) কচু ঘ) ধান উত্তর : ক) জবা ১১। চবহরপরষষরঁস-এর বংশ বৃদ্ধি হয়- ক) বেসিডিও স্পোরের মাধ্যমে খ) কনিডিয়া সৃষ্টির মাধ্যমে গ) বীজের মাধ্যমে ঘ) পাতার মাধ্যমে উত্তর : খ) কনিডিয়া সৃষ্টির মাধ্যমে ১২। স্টোলনের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে- র) কচু রর) পুদিনা ররর) রসুন নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর) গ) র, ররর) ঘ) র, রর, ররর উত্তর: ক) র, রর ১৩। কোনটি নীরস ফল? ক) আম খ) আতা গ) সরিষা ঘ) আকন্দ উত্তর : গ) সরিষা সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর ক) প্রজনন কাকে বলে? খ) আনারস একটি যৌগিক ফল- ব্যাখ্যা কর। গ) ‘অ’ ও ‘উ’ কে ফুলের সাহায্যকারী স্তবক বলা হয় কেন? ঘ) ফল ও বীজ উৎপাদনে উদ্দীপকের ‘ই’ এবং ‘ঈ’-এর ভূমিকা বিশ্লেষণ কর। সমাধান : ক) যে জটিল প্রক্রিয়ায় জীব তার পতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। খ) একটি মঞ্জুরীর সম্পূর্ণ অংশ যখন একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলা হয়। যেহেতু আনারসের পুষ্পমঞ্জুরীর সম্পূর্ণ অংশ ফলে পরিণত হয় ফলে আনারস একটি যৌগিক ফল। গ) চিত্রের অ ও উ অংশ হলো যথাক্রমে দলম-ল ও বৃতি। ফুলের সর্ব বাইরের স্তবক বৃতি সাধারণত সবুজ রঙের হয়। বৃতি কুড়ি অবস্থায় ফুলের অন্য অংশগুলোকে বাইরের রোদ, বৃষ্টি এবং পোকামাকড় থেকে রক্ষা করে। এ ছাড়া সবুজ বৃতি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়ও অংশগ্রহণ করে। অপরদিকে কতগুলো পাপড়ি নিয়ে গঠিত দলম-ল বিভিন্ন রঙের হয়। এটি রঙিন হওয়ায় পশুপাখি এবং কীট-পতঙ্গকে আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত হয়। যেহেতু বৃতি ও দলম-ল ফুলের অন্যান্য স্তবকগুলোকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে ফলে এই দুটি অংশকে ফুলের সাহায্যকারী স্তবক বলে। ঘ) চিত্রের ই ও ঈ অংশ হলো যথাক্রমে পুংকেশর ও গর্ভকেশর। পুংকেশরের প্রতিটি অংশ পরাগরেণু বহন করে। পরাগায়নের ফলে পরাগরেণু ফুলের গর্ভমু-ে পতিত হয় এবং নিষেক ঘটে। ফুলের নিষেকের ফলে ফল ও বীজ উৎপাদিত হয়। গর্ভকেশরে বিদ্যমান গর্ভপত্রে গর্ভাশয় থাকে, যার ভেতরে ডিম্বক সাজানো থাকে। ডিম্বকে ডিম্বানু সৃষ্টি হলে নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। নিষিক্তকরণ প্রক্রিয়াশেষে ফল গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়। সুতরাং ফল ও বীজ উৎপাদনের জন্য পুংকেশর ও গর্ভকেশর বিশেষ ভূমিকা পালন করে। জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন :- ১। অনুবীজথলি কাকে বলে? উত্তর : উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুবীজবাহী যে অঙ্গের সৃষ্টি হয় তাই অনুবীজথলি। প্রশ্ন :- ২। সরল ফল কী? উত্তর : ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি তাকে সরল ফল বলা হয়। প্রশ্ন :- ৩। পুষ্পমঞ্জরী কাকে বলে? উত্তর : কা-ের শীর্ষমুকুল থেকে উৎপন্ন যে শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, ফুলসহ সেই শখাকে পুষ্পমঞ্জরী বলে। প্রশ্ন :- ৪। অঙ্কুরোদগমের সংজ্ঞা দাও। উত্তর : বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদগোম বলে। প্রশ্ন :- ৫। বৃতি কী? উত্তর : ফুলের সবচাইতে বাইরের অংশকে বৃতি বলে। প্রশ্ন :- ৬। স্ব-পরাগায়ন বলতে কী বুঝ? উত্তর : একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্ব-পরাগায়ন ঘটে। প্রশ্ন :- ৭। ফল কাকে বলে? উত্তর : উদ্ভিদের নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে।
×