ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে ছয় বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ০০:৪৭, ১৭ অক্টোবর ২০২১

পশ্চিমবঙ্গে ছয় বাংলাদেশী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের হুগলি জেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় বাংলাদেশীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শুক্রবার রাতে কলকাতার ব্যান্ডেলের গ্রীন পার্ক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে হুগলি জেলা পুলিশ। গ্রেফতারকৃত ছয় বাংলাদেশীকে শনিবার চিনশুরার স্থানীয় এক আদালতে তোলা হয়। খবর আনন্দবাজার ও ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার। শনিবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুগলির এক আবাসিক ভবন থেকে ছয় বাংলাদেশীকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও বাংলাদেশী মোবাইল কোম্পানির সিম পাওয়া যায়। হুগলির চিনসুরাহ পুলিশ বলেছে, ব্যান্ডেলের গ্রীন পার্ক এলাকার এক ভাড়া বাসায় থাকতেন ওই ছয় বাংলাদেশী। পুলিশ ওই ভবনের মালিককে শনাক্ত করেছে। তিনি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর এলাকায় বসবাস করেন। গ্রেফতারকৃতরা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। এদিকে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, গ্রীন পার্কের যে বাসায় গ্রেফতারকৃতরা থাকতেন, সেটি আকাশ দাস নামে এক ভারতীয়র। আকাশ দাস কোন চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন দেশটির গোয়েন্দারা।
×