ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চুমকির ‘গুলশান এভিনিউ-সিজন টু’

প্রকাশিত: ০০:৩৫, ১৭ অক্টোবর ২০২১

চুমকির ‘গুলশান এভিনিউ-সিজন টু’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাভিশনে ১ ডিসেম্বর থেকে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ-সিজন টু’। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাট্যাঙ্গনের প্রিয় মুখ ফারজানা চুমকি। নাটকটি রচনা করেছেন ভারতের শীবাশীষ বন্দ্যোপাধ্যায়। নির্মাণ করছেন নিমা রহমান। নাটকের নির্বাহী প্রযোজক তারিক আনাম খান। এই ধারাবাহিকে ফাহমিদা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা চুমকি। ধারাবাহিকে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। তার বিপরীতে আছেন শাহীন। এরইমধ্যে অনেকগুলো পর্বে চুমকি কাজ করেছেন। চুমকি বলেন, নাটকের গল্পে তো নতুনত্ব আছেই। প্রত্যেকটি চরিত্রই যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও নিমা আপা নাটকটি নির্মাণ করছেন, তারিক আনাম ভাইও ভীষণ সহযোগিতা করছেন। যে কারণে কাজটি খুব ভালো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এবারের ‘গুলশান এভিনিউ’ নিয়ে একটু বেশিই আশাবাদী। আমার কাছে মনে হচ্ছে প্রচারে এলেই নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে। এ কারণে একজন শিল্পী হিসেবে কাজ করে আমি সন্তুষ্ট। বাকিটা আসলে দর্শকেরই ওপর নির্ভর করছে। এদিকে চুমকির অভিনীত প্রথম সিনেমা ‘পাপ পূণ্য’ মুক্তির অপেক্ষায়। সিনেমাটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদসহ আরও অনেকে। এই সিনেমাতে চুমকি রাবেয়া চরিত্রে অভিনয় করেছেন। ১৯৯৯ সালে চুমকি ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চে প্রথম অভিনয় করেন। মঞ্চে তার অভিনীত নাটক ‘যৈবতী কইন্যার মন’, ‘হাত হদাই’, ‘বন পাংশুল’, ‘প্রাচ্য’ ইত্যাদি। সর্বশেষ তিনি ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’- নাটকে অভিনয় করেন। এটি নির্দেশনা দিয়েছিলেন শহীদুজ্জামান সেলিম।
×