ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হংকংয়ে সাত বিক্ষোভকারীর কারাদণ্ড

প্রকাশিত: ০০:২৬, ১৭ অক্টোবর ২০২১

হংকংয়ে সাত বিক্ষোভকারীর কারাদণ্ড

সাবেক এক আইনপ্রণেতাসহ হংকংয়ে গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারী সাত জনকে ১২ মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গত বছর চীনের জাতীয় নিরাপত্তার আইন ভঙ্গ করে বিক্ষোভ করার অভিযোগে এ রায় দিয়েছে আদালত। খবর বিবিসির। অবৈধভাবে ২০২০ সালের ১ জুলাই আন্দোলন সমাবেশ করার জন্য দোষী সাব্যস্ত হলেন তারা, যে আন্দোলনে হাজার হাজার বিক্ষোভকারী গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামে। করোনা মহামারীর মধ্যে আন্দোলন সমাবেশ নিষিদ্ধ এমন অভিযোগ এনে সেসময় পুলিশ আন্দোলনকারীদের জলকামান দিয়ে ও টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। অভিযুক্তরা হলেন ফিগো চ্যান, সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের (সিএইচআরএফ) সাবেক নেতা, স্যাং কিন-শিং, লীগ অব সোশ্যাল ডেমোক্র্যাটসের ত্যাং সায়ে-লায়ে, সাবেক জেলা কাউন্সিলর এ্যান্ডি চিউই, সাবেক সংসদ সদস্য উই চি-ওয়াই, ইডি চু এবং লিয়াং ওক-হ্যাং।
×