ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ০০:২০, ১৭ অক্টোবর ২০২১

বিনামূল্যে চিকিৎসাসেবা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। সরকারী কলেজ মাঠে এর আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এবং ব্যাচ ০২-০৪ বাংলাদেশ উদ্যাগে দিনব্যাপী চলে এ চিকিৎসা ক্যাম্পেন। দিনব্যাপী এ কর্মসূচীতে চিকিৎসাসেবা, দন্ত, খৎনা, চক্ষু, রক্তের গ্রুপ নির্ণয়, মাতৃসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় তিনি এ ধরনের কর্মসূচীর আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এ ধরনের সেবা সরকারের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে। মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধন সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ ॥ গ্রামীণ জনপদে মা ও শিশুদের সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বেলকুচি উপজেলার তামাই ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন ম-ল কেন্দ্রের উদ্বোধন করেন। পরে ইউএনও আনিছুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অটিজম সেলের প্রধান সমন্বয়ক যুগ্মসচিব ডাঃ এমএ পারভেজ রহিম, সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনার উপপরিচালক আব্দুল্লাহ হেলবাকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দীক আহম্মেদ, অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সমাজসেবক ফজল তালুকদার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এপিএস রিসাদ মোর্সেদ প্রমুখ।
×