ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন অগ্রযাত্রায় সেমিনার

প্রকাশিত: ০০:১৮, ১৭ অক্টোবর ২০২১

উন্নয়ন অগ্রযাত্রায় সেমিনার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতাত্তর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। আওয়ামী লীগের কর্মী সম্মেলন সংবাদদাতা, ধামরাই, ঢাকা ॥ গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গাংগুটিয়া ইউনিয়নের জালসা উচ্চ বিদ্যালয়ের মাঠে গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা বিষয়ক স¤পাদক এনামুল হক আইয়ুব। আরও বক্তব্য রাখেন গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী (দলীয় প্রতীক নৌকা) আব্দুল কাদের মোল্লা, সাধারণ স¤পাদক আব্দুল কাদের, সাংগঠনিক স¤পাদক মিলন কান্তি রায়, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সাত্তার প্রমুখ। মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে উপজেলা যুবলীগের আহ্বায়ক, দিলনেওয়াজ খানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সৈয়দপুর শহরের মুক্তিযোদ্ধা ভবনের সামনে শহীদ ডাঃ জিকরুল হক সড়কে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধে শহীদের সন্তানের সংগঠন প্রজন্ম ’৭১। বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, শহীদ পরিবারের সন্তান প্রকৌশলী মোনায়মুল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী প্রমুখ।
×