ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পিআইও সম্মেলন

প্রকল্প বাস্তবায়নে জনবল বৃদ্ধি করতে হবে

প্রকাশিত: ০০:১২, ১৭ অক্টোবর ২০২১

প্রকল্প বাস্তবায়নে জনবল বৃদ্ধি করতে হবে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকারের সেবাসমূহ সঠিকভাবে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে জনবল বৃদ্ধির দাবি জানিয়েছেন সরকারের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির রাজশাহী বিভাগের আঞ্চলিক সম্মেলনে বক্তারা এ দাবি জানান। তারা বলেন, মানবিক সহায়তার বরাদ্দ প্রাপ্তি থেকে শুরু করে উপ-বরাদ্দ জারি, তালিকা প্রণয়ন, বিতরণ, তদারকি কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত সবই উপজেলা প্রকল্প বাস্তবায়ন একজন অফিসারকেই করতে হয়। তবে জনবল সঙ্কটের কারণে অনেক সময় তাদের দিন-রাত পরিশ্রম করেও নানা চাপের মুখে থাকতে হয়। শনিবার রাজশাহীর একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও ডিআরআরও সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পিআইও সমিতির উপদেষ্টা ও নাটোর ডিআরআরও সালাইদ্দিন আল ওয়াদুদ, নওগাঁ ডিআরআরও কামরুল ইসলাম, পিআইও সমিতির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি মুবিনুর রহমান, আব্দুল্লাহহিল কাফি, বদরুদ্দোজা, মুসফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।
×