ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেসবুক কেন্দ্রিক গড়ে উঠছে টুরিস্ট গ্রুপ

প্রকাশিত: ০০:০১, ১৭ অক্টোবর ২০২১

ফেসবুক কেন্দ্রিক গড়ে উঠছে টুরিস্ট গ্রুপ

আশরাফুল আলম পলাশ ॥ উড়ে বেড়ানো তার স্বভাব, বলছি না কোন বৈমানিকের কথা। কিন্তু বৈমানিকের চেয়ে কমও না পানি আর আকাশে নিয়মিত ছুটে বেড়ানো পাহাড়-পর্বত-ঝর্নাকে ভালোবাসা এই তরুণ তুর্কী! ফেসবুকের জনপ্রিয় পেইজ ‘দি ট্র্যাভেল গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা ও চীফ কো-অর্ডিনেটর সামিরের কথা। ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে করেছেন তার স্বপ্নগুলোকে সফল রূপদান। এই প্রতিষ্ঠান থেকে মূলত দেশ ও দেশের বাইরে বিখ্যাত সকল ট্যুরিস্ট ডেস্টিনেশানে পাবলিক ইভেন্ট করা হয় যেখানে দেশের নানা প্রান্তের নানা বয়সের মানুষ যুক্ত হয়। মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে মানুষকে ভ্রমণের আনন্দ দেওয়া। কর্পোরেট জগতে টিটিজি এর মধ্যেই নিজের অবস্থান ভালভাবে তৈরি করে চলেছে। টিটিজি এখন স্বপ্নের চেয়ে বেশি বাস্তব। প্রতিনিয়ত কলের চাপ সামলাতে হয় তার টিমকে। জানালেন, “আমার এজেন্সির নাম হচ্ছে ‘দি ট্র্যাভেল গ্রুপ’ যাকে সংক্ষেপে টিটিজি বলেই সবাই ডাকে কিংবা চিনে। আলহামদুলিল্লাহ টিটিজি সত্যি বিশাল এক পরিবার তৈরি করেছে। টিটিজি ট্র্যাভেল জগতে ধীরে ধীরে অনেক বেশি মানুষের আস্থার জায়গা তৈরি করে চলেছে। দিন দিন আমাদের কর্ম পরিধি বেড়েই চলেছে। ফেসবুক পেইজের লিংকww-w.facebook.com/ttg.com.নফ
×