ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ড্রোন সেবা নিয়ে কাজ করছে দেশের একটি প্রতিষ্ঠান

প্রকাশিত: ০০:০০, ১৭ অক্টোবর ২০২১

ড্রোন সেবা নিয়ে কাজ করছে দেশের একটি প্রতিষ্ঠান

আরবার বেনজির ॥ দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান সদাগর ডটকমের কনসার্ন হিসেবে সম্প্রতি দেশজুড়ে পয়েন্ট টু পয়েন্ট ডেলিভারিতে যুক্ত হলো টেক বেজড লজিস্টিক কোম্পানি সদাগর এক্সপ্রেস। প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের আশা, বাংলাদেশ ডেলিভারিতে উন্নতি করছে, সদাগর এক্সপ্রেস ও তার একটি অংশ হবে আশা রাখবে। সদাগর এক্সপ্রেসের কার্যক্রম যে শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়। ইন্টারন্যাশনালভাবে সদাগর এক্সপ্রেস পার্সেল ও কুরিয়ার করে থাকবে। খুব তাডাতাড়ি সদাগর এক্সপ্রেসের ড্রোন সার্ভিস চালু করার আশা প্রকাশ করছি, যার মাধ্যমে আমরা ৩০ মিনিটের মধ্যেই ডেলিভারি করার ব্যবস্থা করতে পারব। তাছাড়া কাস্টমাররা এ্যাপ থেকে বুকিং করে ব্রাঞ্চে এসে পণ্য ড্রপ করে যেতে পারবে, বুকিং পয়েন্টে এসে লাইনে দাঁড়ানোন হ্যাসেল নিতে হবে না। বুকিং এজেন্টরা ও ওয়েবপোর্টালের মাধ্যমে তাদের কাস্টমারের পণ্য ট্র্যাক করতে পারবে। এতে করে পণ্য হারিয়ে যাবার সম্ভাবনা একেবারেই থাকবে না এবং কাস্টমাররা সহজেই বুঝতে পারবেন তার পণ্য কোথায় আছে। এছাড়াও থাকছে দেশজুড়ে টাকা পাঠানোর সহজ ব্যবস্থা এবং নিরাপদ ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা।
×