ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপে বাংলাদেশের দলীয় রেকর্ড

প্রকাশিত: ২৩:৫৩, ১৭ অক্টোবর ২০২১

টি২০ বিশ্বকাপে বাংলাদেশের দলীয় রেকর্ড

অংশগ্রহণ ॥ আগের ৬ আসরের সব ম্যাচ ॥ ২৫, জয় : ৫, হার : ১৯, পরিত্যক্ত ১ আগে ব্যাটিং ॥ ১২ বার, পরে ব্যাটিং : ১৩ বার সর্বোচ্চ ॥ ১৮০, প্রতিপক্ষ : ওমান (২০১৬ সাল) সর্বনিম্ন ॥ ৭০, প্রতিপক্ষ : নিউজিল্যান্ড (২০১৬ সাল) ব্যক্তিগত রেকর্ড সবচেয়ে বেশি ম্যাচ ॥ সাকিব ও মুশফিক (২৫) ব্যাটিং সবচেয়ে বেশি রান ॥ সাকিব, ৫৬৭ সেরা ইনিংস ॥ তামিম, ১০৩* সবচেয়ে বেশি ছক্কা ॥ সাকিব, ২০ সবচেয়ে বেশি চার ॥ তামিম, ৫২ বোলিং সবচেয়ে বেশি উইকেট ॥ সাকিব, ৩০ সেরা বোলিং ॥ মুস্তাফিজ, ৫/২২ সেরা ইকোনমি ॥ সাব্বির, ৫.৩৩ এক আসরে সবচেয়ে বেশি উইকেট সাকিব, ১০ (২০১৬), আল-আমিন, ১০ (২০১৪) ফিল্ডিং সবচেয়ে বেশি ক্যাচ ॥ মাহমুদুল্লাহ, ৮ কিপিং সবচেয়ে বেশি ডিসমিসাল ॥ মুশফিক, ১৯ (ক্যাচ ১০, স্টাম্পিং ৯)।
×