ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমবাপের ঝলকে পিএসজির জয়

প্রকাশিত: ২৩:৫২, ১৭ অক্টোবর ২০২১

এমবাপের ঝলকে পিএসজির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা দারুণ কাটছে কিলিয়ান এমবাপের। গত সপ্তাহেই উয়েফা নেশন্স লীগের শিরোপা জিতেছে ফ্রান্স। আর কিলিয়ান এমবাপের গোলেই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় দিদিয়ের দেশমের দল। এমবাপের শেষের ঝলকে প্রথমবারের মতো নেশন্স লীগের ট্রফি উঁচিয়ে ধরে ফরাসীরা। দারুণ সেই স্মৃতিটা টাটকা থাকতেই এবার লীগ ওয়ানেও শেষ মুহূর্তে গোল করে পিএসজিকে ৩ পয়েন্ট এনে দিলেন এমবাপে। ফ্রেঞ্চ লীগ ওয়ানে শুক্রবার রাতে মেসি-নেইমারবিহীন পিএসজি ২-১ গোলে হারিয়েছে এ্যাঞ্জার্সকে। এই ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেক গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলছে ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দলেই খেলছেন পিএসজির সেরা দুই তারকা লিওনেল মেসি এবং নেইমার। আর কাতার বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচের মাত্র ১৮ ঘণ্টা পরই খেলতে নেমেছিল পিএসজি। জাতীয় দলে প্রতিনিধিত্ব করার কারণে স্বাভাবিকভাবেই ছিলেন না মেসি-নেইমার, এ্যাঞ্জেল ডি মারিয়া এবং মার্কুইনহোসের মতো খেলোয়াড়রা। তথাপি পিএসজির জয় পেতে সমস্যা হয়নি। আর এই জয়ের নেপথ্যে নায়ক কিলিয়ান এমবাপে। মেসি-নেইমার-ডি মারিয়া না থাকায় আক্রমণভাগের দায়িত্বটা ছিল কিলিয়ান এমবাপের কাঁধে। কিন্তু পিএসজি এদিন প্রথমার্ধেই গোল হজম করে বসে। ম্যাচ শুরুর ৩৬ মিনিটে এ্যাঞ্জেলো ফুলগিনির গোলে এগিয়ে যায় এ্যাঞ্জার্স। এর ফলে ঘরের মাঠে পিছিয়ে থেকে বিরতিতে যায় প্যারিস জায়ান্টরা। তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে স্বাগতিক শিবির। সেজন্য অবশ্য তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত। ৬৯ মিনিটে এমবাপের ক্রসে হেডের সৌজন্যে গোল করে দলকে সমতায় ফেরান পিএসজি তারকা দানিলো পেরেইরা। ম্যাচের শুরু থেকে সমান তালে লড়ে যাওয়া এ্যাঞ্জার্স গোল হজম করেই যেন খেই হারিয়ে ফেলে। রেফারির শেষ বাশি বাজানোর মাত্র ৩ মিনিট আগে মাউরো ইকার্দির হেড প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় পিএসজি। আর সফল স্পটকিকে স্কোরলাইন ২-১ করেন কিলিয়ান এমবাপে। এর ফলে চার ম্যাচ পর লীগ ওয়ানে গোল পেলেন ২২ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
×