ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মরুর বুকে টি২০ বিশ্বকাপের দামামা

প্রকাশিত: ২৩:৫১, ১৭ অক্টোবর ২০২১

মরুর বুকে টি২০ বিশ্বকাপের দামামা

শাাকিল আহমেদ মিরাজ ॥ বাজল ক্রিকেটের দামামা। মরুর দেশ আমিরাত ও ওমানে আজ পর্দা উঠছে ধুন্ধুমার টি২০ বিশ্বকাপের সপ্তম আসরের। মাসকাট, আবুধাবি, শারাজা, দুবাই; চার ভেন্যু, ৪৫ ম্যাচ, ১৬ দেশ, এক ট্রফি, সাড়ে তিন ঘণ্টার ব্যাট-বলের দ্বৈরথে সামিল বিশ্ব ক্রিকেটের সব সুপার স্টার। বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম, কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ইয়ন মরগান, রশিদ খান, ডেভিড ওয়ার্নার, মার্টিন গাপটিলদের লড়াই দেখার জন্য অবশ্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। মাসকাটে রাউন্ড ওয়ানের ‘বি’ গ্রুপে পাপুয়া নিউগিনি ও সহ-আয়োজক ওমানের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ছোট্ট ফরমেটে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আয়োজন। দিনের দ্বিতীয় ম্যাচেই স্কটল্যান্ডকে মোকাবিলায় শুরু বাংলাদেশের বিশ^কাপ মিশন। ‘এ’ গ্রুপের চার দল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া, হল্যান্ডের ম্যাচগুলো আবুধাবি ও শারজায়। আবুধাবিতে ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের দ্বৈরথ। যেখানে গ্রুপ-১এ আরও আছে ইংল্যান্ড এবং ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। রাউন্ড ওয়ানডের বাধা পেরিয়ে শীর্ষ দুটি দল তাদের সঙ্গী হবে। ২৪ তারিখ দুবাইয়ে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দ্বৈরথের মধ্য দিয়ে শুরু গ্রুপ-২এর খেলা। আছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। রাউন্ড ওয়ান থেকে আসবে বাকি দুটি দল। অর্থাৎ রাউন্ড ওয়ানের ‘এ’ এবং ‘বি’ দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল উঠবে সুপার টুয়েলভে। ২০১৬ সালে প্রথমবারের মতো টি২০ বিশ^কাপের মঞ্চে পা রেখেই নজর কাড়ে ওমান। নিজেদের প্রথম ম্যাচেই তারা হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ডকে, হেরেছিল বাংলাদেশের কাছে। আইসিসির প্রথম নন-টেস্ট প্লেয়িং দেশ হিসেবে এবার আমিরাতের সঙ্গে বিশ^কাপের সহ-আয়োজক হওয়া ওমান অধিনায়ক জিশান মাকসুদ বেশ রোমাঞ্চিত। প্রতিপক্ষ পাপুয়া নিউগিনির জন্য যেকোনো ফরমেটের ক্রিকেটে এটিই প্রথম বিশ^কাপ। মাঠে নামতে অধীর আসাদ ভালা ও তার দল। দুই অধিনায়কই দুই দলের সেরা পারফর্মার। আর টেস্ট খেলুড়ে বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটের এলিট ক্লাবের সদস্য। সেই অর্থে রাউন্ড ওয়ানে সহজ প্রতিপক্ষ পাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। কয়েকদিন হলো ওমান আবুধাবি হয়ে মাসকাট- তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে মাঠে নামছে টাইগাররা। ওমান আর পাপুয়া নিউগিনি ছোট দল, অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। সেই অর্থে টাইগারদের আজ প্রথম ম্যাচেই বেশি সতর্ক থাকতে হচ্ছে। কারণ ছোট্ট ফরমেটে স্কটল্যান্ডের এই দলটা বেশ অভিজ্ঞ। নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন কাইল কোয়েটজার, জস ডেভিরা। মাসকাটের এই আমিরাত ক্রিকেট গ্রাউন্ডেই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ের স্মৃতি আছে টাইগারদের। মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের ছাড়াই ওমান ‘এ’ দলকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনরা। যদিও আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়াল্যান্ডের কাছে দুটি প্রস্তুতি ম্যাচে হারের ধাক্কা সঙ্গী করে মাঠে নামতে হচ্ছে। ২০২১ টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরই সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন, ভারতে ইতিহাসের ‘সেরা’ আসর দেখবে বিশ্ববাসী। করোনায় আর সব কিছুর মতো বিশ্ব ক্রিকেটও থমকে গিয়েছিল। অস্ট্রেলিয়ায় ২০২০ টি২০ বিশ্বকাপ চলে গেছে ২০২২-এ। ভারতীয় কিংবদন্তি ও দেশটির বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্টের ‘সেরা’ আয়োজনের স্বপ্নটা ধাক্কা খায় শুরুতেই, যখন অর্ধেক পথে বন্ধ হয়ে যাওয়া আইপিএল সরে আসে আমিরাতে। সেই মরুর দেশে ছোট্ট ফরমেটে শ্রেষ্ঠত্বের আসর। সহ-আয়োজক ওমান। তবে আয়োজনের দায়িত্ব ভারতের কাধে। এই প্রথম বিশ্বকাপের মতো মেগা আসর নিয়ে রোমাঞ্চিত দুই নন-টেস্ট প্লেইং দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমান ক্রিকেটের কর্তারা। আর ভিনদেশে ‘নিজেদের’ আসর ঘিরে সতর্ক সৌরভ, জীবনের প্রতিটি চ্যালেঞ্জে উতরে যাওয়া দাদাবাবু আরও একটি চ্যালেঞ্জ উতড়ে যাওয়ার অপেক্ষায়। আইপিএলের দ্বিতীয় অংশ সফলভাবে শেষ করে রিহার্সেলটা অবশ্য দিয়ে রেখেছে সৌরভের নেতৃত্বাধীন বিসিসিআই। আট ফ্র্যাঞ্চাইজির এ টুর্নামেন্টে পাকিস্তান ছাড়া বলতে গেলে বিশ্বের আর সব দেশের তারকা ক্রিকেটারদের ছিল সরব উপস্থিতি। প্রতিটি দলে একাদশের বাইরের আরও অনেক খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ মিলে আইপিএলের আয়োজন কম চ্যালেঞ্জিং ছিল না। বিশ্বকাপে অবশ্য মাঠে ধারণ ক্ষমতার ৭০ শতাংশ দর্শক উপস্থিতি বাড়তি উন্মাদনার সঙ্গে বাড়তি চ্যালেঞ্জও যোগ করবে। আর মাঠের সম্ভাবনার কথা বলতে গেলে সবার আগে আসবে ওয়েস্ট ইন্ডিজের নাম। পাওয়ার ক্রিকেটের পসরা সাজিয়ে হাজির হওয়া ক্যারিবিয়ানরা ইতোমধ্যে দুটি টি২০ বিশ্বকাপ (২০১২, ২০১৬) জিতে নিয়েছে। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন দলের নেতৃত্বভার এবার অভিজ্ঞ কাইরন পোলার্ডের কাঁধে। খেলা যখন আমিরাতে পাকিস্তানের কথা আলাদা করে বলতে হবে। বাবর আজম জানিয়েছেন, গত দশ বছর তারা দ্বিপাক্ষিক সিরিজগুলো এখানেই খেলে এসেছেন, এখানকার প্রতিটি মাঠ, প্রতিটি পিচের আচরণ তাদের জানা। ২০০৯- এর পর শিরোপা পুনরুদ্ধারের মধ্য দিয়ে ‘অধিনায়ক হিসেবে’ নিজের প্রথম বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর সময়ের অন্যতমসেরা এই ব্যাটসম্যান। ২০০৭ প্রথম আসরের পর আর টি২০ ট্রফি জেতা হয়নি ভারতের। এবার তারা আটঘাট বেঁধে মাঠে নেমেছে। বিরাট কোহলির দলের সব সদস্য আইপিএল খেলে এই আমিরাতেই নিজেদের ঝালিয়ে নিয়েছে। মেন্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দু’দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (২০০৭ টি২০ ও ২০১১ ওয়ানডে)। সুপার কোহলি তার ক্যাপ্টেন-ক্যারিয়ারে শিরোপার আক্ষেপ ঘোঁচাতে মরিয়া। আইপিএলের মধ্যপথে যিনি ঘোষণা দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি এবং ভারতের টি২০ ‘অধিনায়ক হিসেবে’ এটিই তার শেষ অধ্যায়। রঙিন পোশাকে ধারাবাহিক উন্নতিকে হাতিয়ার করে ইয়ন মরগানের নেতৃত্বে ইংল্যান্ডও ২০১০-এর পর শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে। যারা ২০১৬ সর্বশেষ টি২০ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পেরে ওঠেনি, তবে ২০১৯-এ ঘরের মাটিতে ওয়ানডের শিরোপা জিতে ইতিহাস গড়ে মরগান-বাহিনী। ‘প্রায়’ চেনা কন্ডিশনে এশিয়ান ডাগহর্স বাংলাদেশ, উদীয়মান শক্তি আফগানিস্তান এবং ২০১৪Ñএর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে নিয়েও আগাম মন্তব্য সম্ভব নয়। খেলাটা যেহেতু ২০ ওভারের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দ.আফ্রিকাকেও কী হিসাবের বাইরে রাখা যায়! দুবাইয়ে ১৪ নবেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি২০ বিশ^কাপের।
×