ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

প্রকাশিত: ২৩:৪১, ১৭ অক্টোবর ২০২১

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

জনকণ্ঠ ডেস্ক ॥ কট্টর তালেবানের সাবেক প্রধান মাওলানা আখুন্দজাদার মৃত্যুর খবর অবশেষে স্বীকার করেছে সংগঠনটি। ২০২০ সালে পাক বাহিনীর হাতে তার মৃত্যু হয়। তালেবানের অপর সিনিয়র নেতা আমির আল মুমিনিনের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। ২০১৬ সালে মোল্লা আখতার মনসুর ড্রোন হামলায় নিহত হলে তালেবান প্রধান হন আখুন্দজাদা। খবর হিন্দুস্থান টাইমস অনলাইনের। সাম্প্রতিককালে বারবার আফগানিস্তান প্রসঙ্গ এলেই উঠে এসেছে তার নাম। তালেবান কাবুল দখল করার পর থেকেই আখুন্দজাদাকে নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও তালেবানের এই শীর্ষ নেতাকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। ইন্টারনেটেও তার একটি মাত্র ছবি দেখা গেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই সন্দেহ ছিল, আদৌ কি তিনি বেঁচে আছেন? প্রবীণ তালেবান নেতা আমির আল মুমিনিন বলেন, ২০২০ সালেই পাক বাহিনীর হাতে মারা যান আখুন্দজাদা। অতিকট্টরপন্থী হিসেবে পরিচিতি ছিল আখুন্দজাদার। নারীদের বিষয়েও চরমপন্থা অবলম্বনের পক্ষপাতী ছিলেন তিনি। কান্দাহারে বাস করতেন আখুন্দজাদা। কোন দিনই বিদেশ যাননি তিনি। এমনকি আন্তর্জাতিক বিষয়ে তার কোন জ্ঞান ছিল না।
×