ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরও ১৮৩ ডেঙ্গু রোগী ভর্তি

প্রকাশিত: ২৩:৪১, ১৭ অক্টোবর ২০২১

আরও ১৮৩ ডেঙ্গু রোগী ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৩ জন। এর মধ্যে ঢাকায় ১৪১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১০৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে ৮৬৯ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮১ ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এ বছর ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ২০১ জন। দুই শিবির নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ মৌলভীবাজার মডেল থানা পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ২৬ ধরনের বই, লিফলেটসহ দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে। শহরের ৬৪১ পূর্ব সুলতানপুর এলাকার চাঁদ মিয়ার বসতবাড়ির উত্তরপাশের টিনশেড ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির ইসলাম তানভির ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মোঃ বখতিয়ার। এদের একজনের বাড়ি রাজনগরে ও অপরজনের বাড়ি কুলাউড়ায়। শনিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের হল রুমে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
×