ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাঠে আন্দোলনে নামার আহ্বান ফখরুলের

প্রকাশিত: ২৩:৩৯, ১৭ অক্টোবর ২০২১

মাঠে আন্দোলনে নামার আহ্বান ফখরুলের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকার বিএনপির নেতাকর্মীদের কোন আন্দোলন করতে দেয় না। মিছিল-মিটিংয়ে পুলিশ দিয়ে বাধা দেয়। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে নগরীর এক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মিসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে আওয়ামী লীগ নিজেদের লোক দিয়ে হামলা করে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। বিএনপির নেতাকর্মীদের আন্দোলন, মিছিল-মিটিং করতে দেয় না। কিছু বললেই ডিজিটাল আইনে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে আওয়ামী সরকার। রাজধানীতে মাইক্রো থেকে সোয়া ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্র্র্টার ॥ রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে মাইক্রোবাসের পেছনে জ্বালানি বহনের জন্য স্থাপন করা এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহেল রানা (২৭) ও মোঃ সোহেল সরদার (২৩)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ পিস ইয়াবা (যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা) জব্দ করা হয়। চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বাড়ায় ও তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে।
×