ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার আন্তরিক হলে কুমিল্লার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার হবে ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ২৩:৩৯, ১৭ অক্টোবর ২০২১

সরকার আন্তরিক হলে কুমিল্লার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার হবে ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ সরকার আন্তরিক হলে কুমিল্লার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কল্যাণ পার্টি আয়োজিত ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ‘মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সমকালীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মোশাররফ বলেন, কুমিল্লার ঘটনা কে ঘটিয়েছে সেটা আমরা জানি না। তবে যেই ঘটিয়ে থাকুক, এটা ষড়যন্ত্রমূলকভাবে ঘটিয়েছে। দেশে ৯২ ভাগ মুসলমান অধিবাসী হলেও এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারে, পূজা অনুষ্ঠান পালন করতে পারে।
×