ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রীন এনার্জিকে গুরুত্ব দিতে হবে

প্রকাশিত: ২৩:৩৮, ১৭ অক্টোবর ২০২১

গ্রীন এনার্জিকে গুরুত্ব দিতে হবে

আইইবি সদর দফতরের কাউন্সিল হলে ‘ক্লিন এনার্জি প্রোডাকশন ফ্রম এ্যাগ্রিকালচারাল রেসিডিউস এ্যাভেইলেবল ইন বাংলাদেশ : ডেভেলপমেন্ট এ্যান্ড এ্যাপ্লিকেশন’ শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের জন্য বিদ্যুত খাতের উন্নয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০ ভাগ নবায়ণযোগ্য শক্তি তথা গ্রীন এনার্জিকে গুরুত্ব দিতে হবে। সার্কুলার কৃষির দিকে নজর দিতে হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার চয়ন কুমার সাহা বলেন, সরকার ক্লিন এনার্জিকে উৎসাহ দিতে চৌষট্টি জেলায় চৌষট্টি হাজার বায়োগ্যাস প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে। বায়োগ্যাস প্রযুক্তি প্রসারের জন্য সরকারের তরফ থেকে ভর্তুকি দিতে হবে। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর। আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নূরুল হুদা, ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রহমতুল্লাহ, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মোঃ নূরুজ্জামান। আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জি.। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঞা পিইঞ্জি.। ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবির কৃষিকৌশল বিভাগের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম শেখ। সঞ্চালনা করেন আইইবির কৃষিকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিছবাহুজ্জামান চন্দন।- বিজ্ঞপ্তি
×