ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কংগ্রেসের স্থায়ী সভাপতি সোনিয়া গান্ধী

প্রকাশিত: ২৩:২৭, ১৭ অক্টোবর ২০২১

কংগ্রেসের স্থায়ী সভাপতি সোনিয়া গান্ধী

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হয়নি বহু দিন। ২০১৯ সালে সভাপতির পদ থেকে রাহুল গান্ধী সরে দাঁড়ানোর পর ‘অস্থায়ী’ সভাপতির দায়িত্ব নিয়েছিলেন মা সোনিয়া গান্ধী। শনিবার সেই ‘অস্থায়ী’ পদকে কার্যত স্থায়ী বলেই ঘোষণা করলেন তিনি। খবর পিটিআই অনলাইনের। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় বিক্ষুব্ধ নেতাদের প্রশ্নের জবাবে সোনিয়া ঘোষণা করেন, ‘আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভাপতি। এই ঘোষণা দিতে গিয়ে সাম্প্রতিক দিনগুলোতে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের ফিরিস্তিও দেন তিনি। ভারতের সাম্প্রতিক ইস্যুগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দেশের জ্বলন্ত সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। যেমনটা করেছেন মনমোহন সিং এবং রাহুল গান্ধী। অন্য দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছি। জাতীয় ইস্যুতে সম্মিলিতভাবে বিবৃতি প্রকাশ করেছি এবং সংসদে বিরোধী দলগুলোর কৌশলে সমন্বয় স্থাপন করেছি। দলের নেতাদের সোনিয়া বোঝানোর চেষ্টা করেন যে, তার নেতৃত্বে কংগ্রেস কখনও গতিহীন হয়ে পড়েনি। তিনি বলেন, ‘৩০ জুনের মধ্যে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল।
×