ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আধা ঘণ্টার বৃষ্টিতেই গরম কমে জনজীবনে স্বস্তি

প্রকাশিত: ২৩:২৭, ১৭ অক্টোবর ২০২১

আধা ঘণ্টার বৃষ্টিতেই গরম কমে জনজীবনে স্বস্তি

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। বেশ ক’দিন ধরে ভ্যাপসা গরমের পর শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতেই ভ্যাপসা গরমের তীব্রতা কমে জনজীবনে স্বস্তি নেমে আসে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। তাই গরমের তীব্রতা আরও কমে আসবে। আবহাওয়া অধিদফতরে কর্মরত আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ দৈনিক জনকণ্ঠকে জানান, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণে শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। লঘুচাপটি বর্তমানে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। তিনি জানান, আজ রবিবারসহ পরবর্তী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। এর ফলে গরমের তীব্রতা কমে আসবে। এদিকে শনিবার সন্ধ্যায় মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ায় রাজধানীতে যানবাহনের সঙ্কট সৃষ্টি হয়। যানবাহনের অভাবে বৃষ্টিতে ভিজেই জরুরী প্রয়োজনে কিছু মানুষ নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। বিশেষ করে কর্মব্যস্ত সাধারণ মানুষ কর্মস্থল থেকে ফেরার পথে বড় যানবাহন সঙ্কট ছোট ছোট যানবাহনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির কারণে বৃষ্টিতে ভিজে হেঁটেই পথ অতিক্রম করেছেন। তবে রাস্তাঘাটে পানি কম জমায় রাজধানীতে মানুষের দুর্ভোগ কম হয়েছে।
×