ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যমুনায় গোসল করতে নেমে মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২৩:২৬, ১৭ অক্টোবর ২০২১

যমুনায় গোসল করতে নেমে মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সারিয়াকান্দিতে শনিবার সকালে যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোছাব্বির হোসেন ফাইম (২২) নামে এক মেডিক্যাল কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফাইম দিনাজপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি বগুড়ার গাবতলীর দুর্গাহাট ইউনিয়নের হাতিবান্দা গ্রামে। সূত্র জানায়, ফাইম তার খালাত ভাই মোহাইমিনের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন ম-লের বাড়িতে বেড়াতে যান। নানার বাড়ি যুমনা নদীর পাশেই। শনিবার সকাল আটটার দিকে তিনি ‘প্রেম যমুনার ঘাট’ হিসেবে পরিচিত দিঘলকান্দি হার্ডপয়েন্টের কাছে যমুনা নদীতে গোসল করতে নামেন। পুলিশ জানায়, গোসল করার সময় হঠাৎ সেখানকার একটি গভীর গর্তে পড়ে ডুবে যান ফাইম। ঘটনার পরপরেই স্থানীয় লোকজন তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে। পরে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সারিয়াকান্দি থানার ওসি জানিয়েছেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
×