ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনসহ নিহত ৭

প্রকাশিত: ২৩:২২, ১৭ অক্টোবর ২০২১

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় একই পরিবারের পাঁচজনসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের পাঁচজনসহ ৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের মীরসরাইয়ে গাড়ির ধাক্কায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এছাড়া সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক এবং বরিশালে ইজিবাইকের ধাক্কায় এক গৃহপরিচারিকা নিহত নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের পাঁচজনসহ ৭ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩টার দিকে শেরপুরগামী রহিম পরিবহন (ময়মনসিংহ গ ১১-০৯৪৮) ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে ওভারটেক করার সময় দাঁড়িয়ে থাকা বালুবাহী ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ১৫-৮৪৪৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে একই পরিবারের বাবা, মা ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দশজন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন ফুলপুর উপজেলা ছনকান্দা গ্রামের ফজলুল হক ওরফে হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০) ও মেয়ে আজমিনা (০৮), অজ্ঞাত পুরুষ (৩৫)। এছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ফুলপুরের নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও রফিকের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম ॥ মীরসরাইয়ে জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী হাইস গাড়ির ধাক্কায় একরাম হায়দার সেলিম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত একরাম হায়দার সেলিম মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ৮নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মুজিবুল হকের পুত্র। সাতক্ষীরা ॥ ফেনসিডিল বহনকারী প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল গফুর মাহমুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আব্দুল গফুর (৬০) তালা উপজেলার মদনপুর গ্রামের নেহাল উদ্দিন মাহমুদের ছেলে। প্রইভেটকারে ফেনসিডিল নিয়ে যাওয়া পুলিশ সদস্য কনস্টেবল নং ৯৯৭ উত্তম দাস (২৬) সাতক্ষীরা আদালতে দায়িত্বরত আছেন। প্রাইভেটকার চালক লুৎফর রহমান (২৫) সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা। এ ঘটনার পর ওই প্রাইভেটকার থেকে ফেনসিডিলসহ পুলিশের ওই কনস্টেবল উত্তম দাস (২৬) ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল ॥ নগরীর সাগরদী ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক গৃহপরিচারিকা নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা ইজিবাইকটি আটক করতে সক্ষম হলেও ঘাতক চালক পালিয়ে গেছে। নিহত মনোয়ারা বেগম নলছিটি উপজেলার বাসিন্দা। শুক্রবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি জানান, মনোয়ারা বেগম নগরীতে ঘুরেফিরে বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় সাগরদী এলাকায় একটি বাসায় গৃহপরিচারিকার কাজ শেষে তিনি ব্রিজ সংলগ্ন সড়ক পারাপারের সময় একটি বেপরোয়া গতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফরিদপুর ॥ ফরিদপুরে বাসের ধাক্কায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে একটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুঘটনা ঘটে। বাসের ধাক্কায় নিহত ওই নারীর নাম সুফিয়া বেগম (৪৮)। তিনি পাশের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুতাদী গ্রামের বাসিন্দা মোজাম মিয়ার স্ত্রী।
×