ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে

প্রকাশিত: ২২:১২, ১৭ অক্টোবর ২০২১

চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানির পরিমাণ মহামারীর আগের সময়কে ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমের অর্থনীতি আবার গতি পাচ্ছে এবং এ ধরনের পণ্যের চাহিদা বাড়ছে। এ কারণেই মূলত রফতানি বেড়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, উৎপাদকরা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ২৭১ দশমিক ৩৪ মিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি করেছেন। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরে রফতানি হয়েছিল ২২৫ দশমিক ১৫ মিলিয়ন ডলার। ২০১৯-২০ অর্থবছরে একই সময়ে ২৫৪ দশমিক ৩৯ মিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছিল। এ বছরের অর্জন তার চেয়ে ৬ দশমিক ৬৬ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ৩২৪ দশমিক ৬২ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করা হয়েছিল, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু পরবর্তী কয়েকবছরে ভোক্তাদের আকর্ষণ কমে যাওয়া এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সংক্রান্ত নীতিমালার সঙ্গে মানিয়ে চলার ব্যর্থতার কারণে রফতানি কমতে থাকে।
×