ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় ছুরিকাঘাতে হোটেল ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২১:৫০, ১৬ অক্টোবর ২০২১

ভোলায় ছুরিকাঘাতে হোটেল ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় জাবেদ নামের এক উন্মাদের হামলায় ছুরিকাঘাতে আবুল বাশার (৫০) নামের হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আবুল বাশারকে বাঁচাতে গিয়ে এ খলিল (৩০) নামের অপর এক ব্যাক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার বিকালে সদর উপজেলার নবীপুর বাঁশতলা এলাকায়। তাদের তিন জনের বাড়ি ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায়। স্থানীয়রা জানায়, বাঁশতলা বাজারে বিকালে মস্তিস্কবিকৃত (মানুষিক ভারসাম্যহীন ) জাবেদ পাগলামি করছিল। এক পর্যায়ে রেস্টুরেন্টের মালিক আবুল বাশার তাকে থামানোর চেষ্টা করে। এসময় জাবেদের হাতে থাকা ছুরি নিয়ে আবুল বাঁশারকে আঘাত করে। তাকে ছাড়াতে গিয়ে খলিলও ছুরিকাঘাতে আহত হয়েছেন। স্থানীয়রা আহত বাশার ও খলিলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করেন। আহত খলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ জানায়, ওই ঘটনার পর উত্তেজিত জনতা জাবেদকে গনপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। ভোলা মডেল থানার ওসি (তদন্ত) আরমান সন্ধ্যায় জানান, অভিযুক্ত জাবেদকে আটক করা হয়েছে। তবে তিনি সুস্থ না কি অসুস্থ্য (মানুষিক ভারসাম্যহীন) তা পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
×