ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ দু’জনের মৃত্যু

প্রকাশিত: ২১:১৭, ১৬ অক্টোবর ২০২১

দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর সদর ও বিরল উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের রামনগর মাঝাডাঙ্গা ও বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের গফরাইল গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- সদর উপজেলার রামনগর মাঝাডাঙ্গা গ্রামের মৃত কামিল উদ্দীনের ছেলে বুলবুল হোসেন (৩৪) ও বিরল উপজেলার গফরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে সুজ্জাত (১২)। চেহেলগাজী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য পাভেল ইমরান বলেন, বিকালে আলুক্ষেতে কাজ করছিলেন বুলবুলসহ কয়েকজন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বুলবুল, জামাল ও নাঈম ক্ষেতের পাশের একটি গাছতলায় আশ্রয় নেন। এসময় ওই গাছে বজ্রপাত হলে ঘটনাস্থলে বুলবুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত জামাল ও নাঈমকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে রাজারামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামিল উদ্দীন বলেন, বিকালে সুজ্জাত তার বাবা রবিউল ইসলামের সঙ্গে আলুক্ষেতে কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সুজ্জাত মারা যায়। তার বাবা রবিউল ইসলাম আহত হন।
×