ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জে উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১৮:১৩, ১৬ অক্টোবর ২০২১

শায়েস্তাগঞ্জে উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা শীর্ষক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘স্বাধীনতাত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী। সেমিনারে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
×